নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২ সাল।
এ উপলক্ষেকালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচী শুরু করা হয়।পরে সেখানে “এসো হে বৈশাখ” গান গেয়ে পহেলা বৈশাখকে বরন করে নেয়া হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে আনন্দ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ উপজেলা পরিষদ এসে শেষ হয়। এরপর তুষভান্ডার হাই স্কুল মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি , প্রাণীসম্পদ কর্মকার্তা ফেরদৌসুর রহমান চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিএনপির অন্যতম নেতা ফারহান উদ্দিন পাশা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।