বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বাংলা বর্ষবরণে চলছে নানান আয়োজন


প্রকাশ :

সোমবার (১৪ এপ্রিল)  বাংলা নববর্ষ ১৪৩২। প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় বিভাগীয় নগরী রংপুর।উৎসবে মাধ্যেমে বরণ করতে রংপুরে বাংলা বর্ষবরণে চলছে নানান আয়োজন।বৈশাখের চিরন্তন উৎসবকে ঘিরে  আয়োজন করেছে জেলা প্রশাসন, শিল্পকলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রামবা, রবীন্দ্র সম্মিলনসহ বিভিন্ন সরকারী ও সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষা প্রতিষ্ঠান।

বাংলার নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য ঐতিহ্যবাহী জিলা স্কুল মাঠের বটতলা প্রস্তুতকরে তোলা হয়েছে। শোভাযাত্রা, গ্রামীণ মেলা,ঘুড়ি উৎসব, মিলন উৎসব-প্রায় সবকিছুর প্রস্তুত করা হয়েয়েছে।প্রতিবারের মতো এবারও এ আয়োজনকে ঘিরে র‌্যালি, ঘুড়ি উৎসব, চিত্রকর্ম প্রদর্শনী, বৈশাখী মেলা, খেলার আসর, সড়কে আলপনা আঁকা ইত্যাদি।

রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় জিলা স্কুল বটতলায় জাতীয় সংগীত,এসো হে বৈশাখ গান পরিবেশন ও সাংস্কৃতিক পরিবেশনা। ১০টায় শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে পুণরায় জিলা স্কুলের মাঠের বটতলায় অনুষ্ঠিত হবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।এক পর্যায়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কাবাডি খেলা।বাংলা নববর্ষ উপলক্ষে কারাগার, হাসপাতাল, শিশু পরিবারের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

রংপুরের সাহিত্য সংস্কৃতির প্রাণ কেন্দ্র টাউনহল চত্বরে বর্ষবরণে কয়েকদিন থেকে শুরু হয়েছে সাহিত্য সংস্কৃতি কর্মীদের প্রস্তুতি।মাঠে পহেলা বৈশাখে সকাল থেকে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। সকাল ১০টায় জেলা প্রশাসনের শোভাযাত্রায় অংশ নিবেন সাহিত্য সাংস্কৃতিক কর্মীরা।পরে টাউনহল মাঠে বিসিক ও জাতীয় ক্ষুদ্র-কুটির শিল্পী মেলার উদ্বোধন হবে।দিনব্যাপী চলবে বাঙ্গলার ঐতিহ্যকে তুলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষবরণ মঞ্চে রাত পর্যন্ত নানান আয়োজন।

অতীতের থেকে ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ বরণের উদ্যোগ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্ষবরণে দুইদিন ব্যাপী অনুষ্ঠান হাতে নিয়েছে।  পহেলা বৈশাখের দিন সকাল সোয়া ৯টায় আনন্দ শোভাযাত্রা বের হবে বেরোবি প্রশাসনের উদ্যোগে। এরপর বৈশাখী মেলার উদ্বোধন। বিকেলে ব্যাপক আয়োজেন ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে ক্যাম্পাসে। এছাড়া দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে,পহেলা বৈশাখ উপলক্ষে মার্কেট গুলোতে কেনাকাটার চলছে ধুমধাম। সকাল থেকেই কেনাকাটা করছেন অনেকে। কেউ কেউ ঈদের কেনাকাটার সময় কিনেছেন। এক্ষেত্রে নারী ও শিশুরাও পিছিয়ে নেই স্বভাবতই বাংলা নববর্ষের পোশাক-পরিচ্ছদ।  

সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের আহবায়ক মাহমুদুন নবী ডলার বলেন, প্রতিবছরের মতো এবারেও বাংলা বর্ষবরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাঙালীর ইতিহাস ঐতিহ্য লালন ও ধারণ করে আমরা এই উৎসব পালন করি।  উৎসবের মধ্যদিয়ে নতুন প্রজন্মের মাঝে বাঙালীর ইতিহাস তুলে ধরা হয়।  

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বলেন, বর্ষবরণ যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে।  জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, বাঙালীর ইতিহাস ঐতিহ্যের বাংলা নববর্ষ ১৪৩২ বরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।