বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ওয়ালটন শো-রুমসহ আগুনে পুরলো ১২টি দোকান! কোটি টাকা ক্ষয়ক্ষতি


প্রকাশ :

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে এসএস ইলেকট্রনিক ওয়ালটন  শো-রুম সহ ১২টি দোকান আগুনে পুড়ে গেছে। রোববার (১৩ এপ্রিল ) সকালে  এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা। 

স্থানীয় লোকজন জানান, ওই বাজারের সিরাজুল ইসলাম (৫০) এর দোকানে প্রথমে আগুন লাগে। ইলেকট্রনিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। দোকানে ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন রসি, টিভি, রাইস কুকার, বিভন্ন ধরনের ফার্নিচার, গ্রীজার, গ্যাস সিলিন্ডার, আকাশ ডিস ও ওয়ালটন স্মার্টফোনসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ওয়াদুদ মিয়া জানান, বড়বাড়ি বাজারে আগুন লাগার খবর পেয়ে  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখন জানানো সম্ভব হচ্ছে না। 

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য স্থানীয় জনগণ জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।