রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কর্মী নিহতের ঘটনায় বহিস্কৃত ৮ নেতার বিরুদ্ধে মানহানী মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম।
বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে (বদরগঞ্জ) এ মামলা দায়ের করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য অ্যাড.শফি কামাল।
মামলার আসামীরা হলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য মোহাম্মদ আলী সরকার (৭০), বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক (৫১), সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক (৬২), মধুপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক (৫৩), বদরগঞ্জ পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন সরদার (৪৩), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক কয়েল (৪৫), বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, কালুপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ছামছুলহক সহ (৩৫) অজ্ঞাত এক’শ থেকে দেড়শ জন।
মামলায় উল্লেখ করা হয়, আসামীরা দলীয় পরিচয় ব্যবহার করে দলের শৃঙ্খলা বিরোধী কাজ করেছে।আসামীদের সশস্ত্র সংঘর্ষে লাবলু মিয়া(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় গত ৫ এপ্রিল তাদের কারণ দর্শনা নোটিশ দেওয়া হয়েছে এবং ৬ এপ্রিল তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল নির্দেশ দিলে রংপুর জেলা বিএনপি’র নেতৃবৃন্দকে নিয়ে বুধবার আদালতে মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রংপুর।
উল্লেখ্য, দোকান ঘর ভাড়াকে কেন্দ্র করে শনিবার (৫ এপ্রিল) সকালে সাবেক বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার, হুমায়ুন কবির মানিকের কর্মী-সমর্থকদের সাথে সাবেক বিএনপি নেতা ও কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিকের কর্মী-সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ আলী সরকারের অনুসারী বিএনপিকর্মী লাবলু মিয়া নিহতহন এবং সাংবাদিকসহ ২০ জন আহত হন।পরের দিন রবিবার বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা লাবলু মিয়া হত্যা কারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।