প্রায় দু-বছর আগে মারা যাওয়া এক অধ্যাপককে রাজারহাট সরকারি মীর ইসমাইল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ(মাউশি)।
গত মঙ্গলবার (৮ এপ্রিল)মাউশির উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রকাশিত প্রজ্ঞাপনে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে মো. জামাল উদ্দীনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।মৃত জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন এবং গত ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন। তিনি জানান, প্রয়াত জামাল উদ্দীন কুমিল্লা জেলার বাসিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম শওকত আকবর বলেন, 'গত বছরের ৩১ ডিসেম্বর কলেজ অধ্যক্ষ আ ন ম আজিজুর রহমান অবসরে যাওয়ার পর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করি।মাউশি থেকে এখন এখানে অধ্যক্ষ নিয়োগ হলে আমি পূর্বের পদে বহাল থাকব।মৃত ব্যক্তির পদায়নের বিষয়টি আমার জানা নেই।সদ্য পদায়ন পাওয়া সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দীনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্ত্রী তাহমিনা শবনম বলেন ২০২৩ সালের ১২ এপ্রিল মারা যান।২০২৩ সালের মে মাসের দিকে সরকারি গোয়েন্দা শাখার লোকজন আমার কাছে তার পদায়নের বিষয়ে যোগাযোগ করলে আমি তাদের জানিয়েছিলাম যে আমার স্বামী মারা গেছেন।