"সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে লালমনিরহাটে নানামুখী আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাট জেলা স্কাউট ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা ও সদর উপজেলার যৌথ আয়োজনে আয়োজিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে স্কাউট ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সভাপতি এইচ. এম. রকিব হায়দার।
সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউটস সম্পাদক ও তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকারসহ অন্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে স্কাউট ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার এবং লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিত চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্কাউটস কোষাধ্যক্ষ ও মকড়া ঢঢগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ আব্দুল মালেক মন্ডল, জেলা স্কাউটস লিডার ও ইসলামী ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক শমশের আলী, কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী লিডার ট্রেনার (কাব শাখা) সুদীপ্ত কুমার রায়, পূর্ব সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও উপজেলা স্কাউটস সহ-সভাপতি তাসলিমা বেগম, আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মমতাজ আলী, কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক নুর-ই-ইসলাম সরকার, চিনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস যুগ্ম সম্পাদক রিয়াজ শহিদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউট কোষাধ্যক্ষ লিপিকা দত্ত, রামশিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক ও স্কাউটস কমিশনার ওবায়দুল ইসলাম মুকুল, খুনিয়াগাছ এমদাদ উল্লাহ এম. এম. দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ও উপজেলা স্কাউটস লিডার মাসুম মিয়া এবং আরাজী চোংগাদারা করিমুদ্দিন মুন্সী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রুপ সভাপতির প্রতিনিধি আব্দুস ছালাম।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা স্কাউটস কমিটির নির্বাহী সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতি ও স্কাউটস দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।