বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঈদযাত্রা শেষ হলেও লালমনিরহাটে বাস ভাড়া আদায়ে নৈরাজ্য: ভোগান্তিতে যাত্রীরা


প্রকাশ :

লালমনিরহাটে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ে নৈরাজ্য থামেনি। এই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য দীর্ঘদিনের, তবুও বাস মালিকদের লাগাম টেনে ধরতে পারছে না প্রশাসন। যাত্রীরা বলছেন—তাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে বাস মালিকরা। তারা তদারকির অভাবে কেউ কোন প্রতিকার পাচ্ছেন না।

ঢাকায় কর্মরত সুমন ইসলাম জানান, “ঈদের সময় বাড়ি ফেরার পথে দ্বিগুণ ভাড়া দিয়েই বাসে উঠতে হয়েছে। এখন লালমনিরহাটে বাস কাউন্টারে প্রথমে টিকিট নেই বলা হলেও কিছুক্ষণ পর 'এ', 'বি', 'সি' ক্লাসের সিট টিকিট দিতে রাজি হয়, তবে দামে দ্বিগুণেরও বেশি!” ৭০০ টাকার  বাসের টিকিট এক হাজার ৫শত টাকা দিয়ে নিতে বাধ্য হয়েছি।

ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিষয়ে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউর করিম বসুনিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সমিতির পক্ষ থেকে গত ২৪ শে মার্চ এক পত্রে ঈদুর ফিতর উপলক্ষে দুরপাল্লাসহ সকল রুটে চলাচলের কোচগুলোর দায়িত্বে নিয়োজিত কাউন্টার ব্যবস্থাপকদেরকে জানানো হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নসহ সরকারী নিদিষ্ট ধারা ব্যতিরিকে  যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া ্আদায় করা যাবে না। সেই সাথে যাত্রীগণকে কোন রূপ হয়রানী করা যাইবে না। অতিরিক্ত ভাড়া  আদায় ও যাত্রী হয়রানীর অভিযোগে প্রশাসন কাউন্টার ব্যবস্থাপকগণের বিরূদ্ধে আইনগত  ব্যবস্থা নিবে। এতে কোন সমস্যা হলে  লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি দায়ী থাকবে না ।