বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় এসএসসি পরীক্ষাদের কাছে ঈদ বোনাস হিসাবে অতিরিক্ত ১শত টাকা নেওয়ার অভিযোগ


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা দক্ষিণ জাওরাণী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ঈদ বোনাস হিসাবে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর বিরুদ্ধে। 

তবে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  উত্তম কুমার অধিকারী। তিনি বলেন, ঈদ উপলক্ষে পরীক্ষার্থীদের কাছ থেকে ১'শ টাকা বেশি নেওয়া হয়েছে। 

জানা গেছে, আগামী ১০ এপ্রিল সারাদেশে একযোগে মাধ্যমিক বিদ্যালয় গুলোর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হল রুমে প্রবেশের জন্য দক্ষিণ জাওরাণী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থীদের প্রবেশপত্র প্রদান করা হচ্ছে। তবে শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি নেওয়ার কথা থাকলেও ১শ টাকা বেশি নিচ্ছে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী৷ 

এসএসসি পরীক্ষার্থীরা অভিযোগ করে জানন, শিক্ষাবোর্ডে নির্ধারিত ফি দেওয়া হলেও তাদের প্রবেশপত্র দেয় না বিদ্যালয়ের শিক্ষকরা৷ পরে ১শ টাকা বেশি নিয়ে প্রবেশপত্র দেয়। এ নিয়ে এসএসসি পরীক্ষার্থীরা প্রতিবাদ করায় তাদের হাতে রশিদ তুলেন দেন। সেই রশিদে ১শ টাকা লিখে দেওয়া থাকলে কি কারণে টাকা নেওয়া হচ্ছে তা উল্লেখ করা নেই।  

অবিভাবকেররা জানান, দক্ষিণ জাওরাণী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে অনেক অসহায় ও দরিদ্র পরিবারের সন্তান এসএসসি পরীক্ষায় অংশ নিবেন। শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি দিয়ে প্রবেশপত্র নিতে অনেকের দুষ্কর হয়। সেখানে কোনো সরকারি কারণ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ১শ টাকা করে ফি আদায় করা মোটেই ঠিক হয়নি৷ এই ঘটনায় উপজেলা ইউএনওর হস্তক্ষেপ দরকার। 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া বলেন,এরকম অভিযোগ নিয়ে কেউ আমার কাছে আসেনি।তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।