নীলফামারী জেলার সদর উপজেলার নিউ বাবু পাড়া এলাকায় র্যাব-১৩ এর অভিযানে ১৭২ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩, রংপুর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৫ এপ্রিল রাতে মোঃ সিরাজুল ইসলাম ও তার স্ত্রী আঁখি বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের বাড়ি তল্লাশির মাধ্যমে ফেনসিডিল এবং বাথরুমের সিলিংয়ে লুকানো অবস্থায় ৩ বোতল Royal stag নামক বিদেশি মদ উদ্ধার করা হয়।
পরে সিরাজুল ইসলাম রিপন (৪০), পিতা-মোঃ ইউনুস আলী ও তার স্ত্রী আঁখি বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়। উভয়েই নীলফামারী সদর উপজেলার নিউ বাবু পাড়া (শাখা মাছা বাজার সংলগ্ন) এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।