বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নিকাব পরে টকশোতে অংশ নিতে বাধা, চাকরিচ্যুত সাংবাদিকের পাশে সাকাফি


প্রকাশ :

নিকাব পরার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে টকশোতে অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে টেলিভিশন থেকে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৯ জানুয়ারি)  বিকেলে অব্যাহতির বিষয়টি নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পেজে জানিয়েছে চ্যানেল আই।

চ্যানেল আই বিবৃতিতে জানিয়েছে, ‘৩৬ জুলাই অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার (আতোয়ার শিকদার) বক্তব্য চ্যানেল আই-এর ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সঙ্গে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আইয়ের নীতি ও চর্চার পরিপন্থি। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে চ্যানেল আই-এর সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এদিকে আতোয়ার শিকদারকে অব্যাহতি দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন স্বয়ং অভিযোগ তোলা সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। চ্যানেল আইয়ের ওই কর্মীকে অব্যাহতি দেওয়ার পরপরই নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি।

ওই পোস্টে সাকাফি বলেন, ‘আতোয়ার শিকদার ভাইয়ের চাকরি চলে গেছে। কিন্তু এখানে আদৌও তার কোনো দোষ ছিল? আমি কি আতোয়ার ভাইকে নিয়ে কথা বলেছি নাকি সিস্টেম নিয়ে কথা বলেছি? আমি আতোয়ার শিকদার ভাইয়ের সঙ্গে আছি। ঊর্ধ্বতন কারো কমান্ড পালনের জন্য তিনি চাকরি হারাতে পারেন না।’