মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সদর উপজেলা কমান্ডের সভা: পঞ্চগ্রাম ইউনিয়ন কমিটি গঠিত


প্রকাশ :

মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের এক সভা ১২ই অক্টোবর বার্তা কার্যালয় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খাজের, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা  এস এম শফিকুল ইসলাম কানু, সদর উপজেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তারামিয়া, আদিতমারী উপজেলা কমান্ডারের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, গোকুন্ডা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী প্রমূখ

সভায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয়। আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, সদস্য সচিব মাহবুবার রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা শহীদার রহমান।

সভায় প্রতিটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের যে কোনো কমিটিতে অন্তর্ভুক্ত হতে হলে প্রথমত তাকে মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত,  পাক বাহিনীর ও তাদের তাদের এদেশীয় দোসর দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে  সক্রিয়ভাবে অংশগ্রহণকারী হতে হবে।, দ্বিতীয়তঃ বানোয়াট তথ্য তৈরি করে কোন মুক্তিযোদ্ধা বানায়নি , রাজনৈতিক  প্রভাব বলয় কোন ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি বা তৈরিতে সহযোগিতা  করেননি।সর্বোপরি যে কোন  রাজনৈতিক দলের পথধারী নহেন।উল্লেখিত শর্ত মেনে একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদের  যে কোন কমান্ডের সদস্য হতে পারবে।