বাসদ (মার্কসবাদী)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ জুলাই ২০২৫
বাসদ(মার্কসবাদী)র প্রতিষ্ঠাতা সাধারণ
সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে
পার্টির রংপুর জেলা শাখার উদ্যোগে
বিকাল ৩ টায় স্মরণসভার
আয়োজন করা হয়। সুমি কমিউনিটি
সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় বাসদ(মার্কসবাদী),রংপুর
জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ( মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, বাংলাদেশ
শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক সুরেশ বাসফোর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার আহ্বায়ক সাজু বাসফোর প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন,আজীবন বিপ্লবী
কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারাকে বাংলাদেশের মাটিতে প্রয়োগ করে বাম রাজনীতির
একটি ভিন্ন ধারা তৈরি করেছেন। সত্যিকারের
বিপ্লবী পার্টি বাসদ(মার্কসবাদী)গড়ে
তোলার পথে তিনি শত
শত বিপ্লবী কর্মী গড়ে তুলেছেন।নিজে আজীবন
উন্নত বিপ্লবী চরিত্রের সাধনা করেছেন এবং কমরডদের গড়ে
তোলার জন্য এই চরিত্রের
দিকেই তিনি সর্বোচ্চ মনযোগ
দিয়েছেন।তিনি বলতেন বড় বড় সভা,সমাবেশ করার চাইতে একটা
বিপ্লবী চরিত্র গড়ে তোলা বেশি
জরুরী।এই চরিত্র থাকলে শূন্য হাতেও পার্টি গড়ে তোলা যায়।
নেতৃবৃন্দ বলেন,কমরেড মুবিনুল
হায়দার চৌধুরীর জীবন সংগ্রাম সারাদেশে
যুবক,তরুণদের মাঝে ছড়িয়ে দেয়া,তার শিক্ষা ছড়িয়ে
আজকে আমাদের পার্টির অন্যতম কাজ।সভা শুরুর প্রাক্কালে প্রিয় নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা
বাসদ(মার্কসবাদী),রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপৃর জেলার আহ্বায়ক সাজু বাসফোর, বাংলাদেশ
শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক সুরেশ বাসফোর।