বার্তা মনিটর:জাতির জনক বঙ্গবন্ধুর শত তম জন্মদিন... ছেলে বেলায় নাম ছিল যার খোকা, তিনিই হতে পেরেছেন আমাদের জতির পিতা.. অসাম্প্রদায়িক জাতিয়তা বঙ্গবন্ধুর শক্তি, সর্বদাই তার এক শ্লোগান খুূধা দারিদ্র্যের মুক্তি.. বঙ্গবন্ধুর সোনার বাংলা এখন আমাদের হাতে, পৌছে যাবেই স্বাধীনতার মুললক্ষ পথে.. সব হারানোর বেদনা নিয়ে থামে নি সে চলছে, শতবাধা বিঘ্নের মাঝে তার কথা সে বলেছে... ৭ই মার্চে রেসকোর্স ময়দানে দিয়েছিল এক ঐতিহাসিক ভাষন,, ভাষন শুনে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার প্রবল ইচ্ছা পোষন করে ১০ লক্ষ জনগন.. জাতির জনক বঙ্গবন্ধুর মরনে চিল নাকো ভয়, মরনের চেয়েও কঠিন যন্ত্রনা করেছে সে জয়.. বঙ্গবন্ধু আজো রয়েছে মুজিব হয়েছে হত্যা, আজকের এই সোনার বাংলায়,সকল সত্তায়,শেখ মুজিবের আত্তা...