বার্তা ডেস্ক:করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এই প্রথম লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফেরদৌস আহমেদ (৫৮) মৃত্যু হয়েছে। বুধবার (২৪জুন) রাত ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বিচারকের মৃত্যুর খবর লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন নিশ্চিত করেন। জানাযায়, গত ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন ফেরদৌস আহমেদ। ৪ জুন আদালতে বিচার কাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তার করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এরপর করোনায় আক্রান্ত হয়েছেন শনাক্ত হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তিনি মারা যান। মরহুম বিচারকের জামাতা লে. কর্নেল সাজ্জাদ জানান, বিচারক ফেরদৌস আহমেদকে প্লাজমা থেরাপীও দেওয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।