রংপুরে স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ সহ বিভিন্ন দাবীতে ছাত্রফ্রন্টের মানব বন্ধন কর্মসূচী পুলিশী বাধায় করতে পারেনি। আজ রোব বার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে রংপুরের ছাত্রফ্রন্ট কর্মসূচীর আয়োজন করে।
জানাযায়,স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ, মহামারী মোকাবেলায় রাষ্ট্রীয় পরিকল্পনা জনসম্মুখে হাজির, সকল হাসপাতালে কেন্দ্রিয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা, অক্সিজেন সিলিন্ডারের সিন্ডিকেট ভেঙ্গে ফেলা, সকল হাসপাতালে ওঈট সুবিধা নিশ্চিত করা, বেসরকারি হাসপাতালগুলোকে সাময়িক ভাবে জাতীয়করণ করা, প্রতিদিন অন্তত ৫০০ হাজার টেস্ট করে সকল নাগরিককে টেস্টে এর আওতায় নিয়ে আসা সহ ৮ দফা দাবীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মহানগরের উদ্যোগে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ কর্মসূচী শুরুতেই পুলিশী বাধায় পন্ড হয়। পরবর্তীতে, স্বাস্থ্যবিধি মেনে সংগঠন কার্যালয়ে কর্মসভা অনুষ্ঠিত হয়। কর্মসভায় সভাপতিত্ব করেন সংগঠনের নগর সহসভাপতি প্রহলাদ রায়, উপস্থিত ছিলেন বাসদ জেলা আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস। নেতৃবৃন্দ কর্মসূচীতে পুলিশী বাধার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।