দিনব্যাপী অনুর্ধ-১৫ ফুটবল বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট এর আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচীর আওতায় লালমনিরহাট সদর উপজেলায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ লালমনিরহাট শেখ কামাল ষ্টেডিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাছাই প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আসা অনুর্ধ-১৫ বছরের প্রায় ৪০-৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিভাগীয় দল গঠনের জন্য উক্ত বাছাই থেকে ৬ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়। বাছাই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পি টি আই ইন্সট্রাকটর আব্দুল মতিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লালমনিরহাট জেলা ক্রীড়া কর্মকর্তা আসাদুজ্জামান