স্টাফ রিপোর্টার:জেলার ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির আওতায় ক্রীড়া ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান ও দক্ষতা নিরুপনের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের অনুর্দ্ধ-১৬ বছরের বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কোর্স গত ২১ ডিসেম্বর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম। জেলা ক্রীড়া কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক খাদেমুল ইসলাম। সদর উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৩২ জন বালক মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। কোর্স পরিচালনা করছেন জেলা ফুটবল কোচ ও পৌর কাউনন্সিলর হাসান কামাল ভুট্টু।