বার্তা মনিটর:বসে আসি সেই দিনটির অপেক্ষায় ঘরের কোনে জানালার পাশে, বসে আসি এক অপরুপ সাজে মনরে কোনে তোমার সেই ছবিটি আকাঁর জন্যে। বসে থাকি সারাদনি -সারারাত প্রেম তোমাকে পাওয়ার জন্যে। সেই দিনে দেখা দিলে তুমি এক হাওয়ার বসন্তে। তবে থেকে চাই তোমাকে আমার চারপাশে। প্রেম একটু পাওয়ার জন্যে ব্যাকুল হয়ে বসে থাকি আমি জানালার পাশে, তোমাকে পেলে দিতাম ছেড়ে রুপকথার দেশে গিয়ে। সেখানে আছে নানা গল্প সেখানে গিয়ে লিখে রাখব আজ। প্রথম প্রেমের গন্ধে, প্রেম তুমি কি আমার? জানালার বসে থাকা ঐ দনিটা, যদি হয়ে থাকো মায়া ভরা চোখরে অশ্রুটা। তবে ছেড়ে যেওনা আমার প্রথম প্রমেটা।