লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব -২০২২ অনুষ্ঠিত।
বার্তা ডেস্কঃ | ২২ জানু, ২০২২ ৭:৫৬ AM
প্রাচীনকাল থেকেই বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিশে আছে পিঠা। আর এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর শীতে জমে ওঠে পিঠা উৎসব। পিঠা বাঙ্গালির চিরায়ত অংশ। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটের বিভিন্ন স্থানে পিঠা বানানোর উৎসব পালিত হয়। গত ১৭ জানুয়ারী লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বেগমের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে পিঠা উৎসব -২০২২ অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘শীতের কুয়াশায় জমবে মেলা, পিঠা উৎসব সারাবেলা’। পিঠা উৎসবে বিদ্যালয়ের ছাত্রীরা ১৫ টি গ্রæপে বিভক্ত হয়ে পুলিপিঠা, দুধপিঠা, পাটিসাপটা, চিতই, ভাপা, দুধপুলি, সেমাই পিঠা, জামাই পিঠা, তাল পিঠা, ডিম পিঠা, ম্যারা পিঠা সহ নানান রকমের পিঠার সমারোহে উৎসবে অংশগ্রহণ করে। জিভে জল আনা পিঠাগুলো দেখতে বেশ নজর কাড়া ও বেশ সুস্বাদু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ রফিকুর রহমান। এতে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।