লালমনিরহাট বার্তা
কালীগঞ্জে ১২-১৮ বয়সী শিক্ষার্থীদের কোডিভ-১৯ টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ | ৯ জানু, ২০২২, ১১:৪০ AM
কালীগঞ্জে ১২-১৮ বয়সী শিক্ষার্থীদের কোডিভ-১৯ টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১২-১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীর করোনা ভ্যক্সিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজ ৯ জানুয়ারি সকালে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে একার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায়, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ।
বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মোঃ রোবেল মিয়া (১৬) পিতা সাইফুল ইসলাম গ্রাম জামিরবাড়ি প্রথম টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণের অনুভূতি বিষয়ে জানতে চাইলে সে জানায়, উপজেলায় শিক্ষার্থী হিসেবে প্রথম টিকা নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, সরকারের মহৎ উদ্দ্যেশ্য বাস্তবায়নে সকল শিক্ষার্থীর টিকাদান কর্মসূচীর আওতায় আনার লক্ষে উপজেলার একার্যক্রম শুরু হল। সম্পুন্ন শিতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে ফাইজার কোম্পানির এ টিকা আজ প্রায় ৫শত শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।
এই বিভাগের আরও খবর