বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ২০২৩–এর জন্য ঘোষিত স্কোয়াড থেকে দেড় দশক ধরে বাংলাদেশের টপ অর্ডারের তামিম ইকবালের বাদ পড়ার মূলে রয়েছে ইনজুরি।
অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ‘হাফ ফিট’ খেলোয়াড়কে মাঠে নামানোর বিষয়ে আপত্তির কারণে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দল ঘোষণার আগে বাংলাদেশের ক্রিকেট মহলে একটি ধারণা প্রচার হয়েছিল, তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হতে পারে।
এই ধারণা অবশ্য মিনহাজুল খণ্ডন করেছেন। তিনি বলেন, “নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচের পরে তামিমের ইনজুরি পুনরায় দেখা দেয়। এরফলে তিনি তৃতীয় ম্যাচে অংশ নেননি। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় ইভেন্টের প্রেক্ষাপটে আমরা যথেষ্ট ঝুঁকি নিতে অনিচ্ছুক”।
এ বছরের শুরুর দিকে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ চলাকালে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। সিরিজের একটি ম্যাচ চলাকালৈ তিনি তাঁর ফিটনেস যাচাই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রত্যাবর্তনের সুবিধার্থে হস্তক্ষেপ করেন।
তামিম বলেন, “আমি যে কাউকে না বলতে পারি, কিন্তু দেশের নেতাকে নয়”। এরপর দেড় মাসের জন্য ক্রিকেট থেকে বিরতি নেন তিনি।