লালমনিরহাট বার্তা
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮
বাংলানিউজ২৪.কম | ১০ জুন, ২০২৩, ৪:৫৫ AM
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৯ জুন) সকাল ছয়টা থেকে শনিবার (১০ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)  ফারুক হোসেন জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ১৩১ গ্রাম হেরোইন, ১শ বোতল ফেনসিডিল, ৯ হাজার ২০৮ ইয়াবা ও ১১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর