লালমনিরহাট বার্তা
রংপুর বিভাগের চার জেলায় র‌্যাবের অভিযান ১৫ জনের জেল জরিমানা
রংপুর অফিসঃ | ৫ সেপ, ২০২১, ২:০৬ PM
রংপুর বিভাগের চার জেলায় র‌্যাবের অভিযান ১৫ জনের জেল জরিমানা
রংপুর বিভাগের চার জেলায় র‌্যাব-১৩ চার টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬ জন ব্যক্তিকে জরিমানা সহ ৯ জন ব্যক্তিকে বিনাশ্রাম কারাদন্ড প্রদান।পৃথক অভিযান পরিচালনা করেন,রংপুর র‌্যাবের চিপজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নারায়ন চন্দ্র বর্মনও মোছাঃ মলিহা খাতুন।
আজ ৫ সেপ্টেম্বর (রোববার) অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সহকারি পরিচালক (মিডিয়া) সন্ধায় এক প্রেস বার্তায় জানান, সারাদিন ব্যাপি র‌্যাব-১৩, রংপুর পৃথক পৃথক জেলায় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্টের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ থেকে দালাল চক্রের ৪ জন ব্যক্তিকে ৭ দিন, ৩ জন ব্যক্তিকে ৩ দিন এবং লালমনিরহাট জেলা হাসপাতাল থেকে দালাল চক্রের ১ জন ব্যক্তিকে ১০ দিন, ১ জন ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও কুড়িগ্রাম মেডিকেল ও নীলফামারী বিআরটি অফিসের দালাল চক্রের ৬ জন ব্যক্তিকে ৩ হাজার- টাকা জরিমান করেন।
এই বিভাগের আরও খবর