লালমনিরহাট বার্তা
কালীগঞ্জে কিশোরীদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ | ১৯ মার্চ, ২০২২, ৭:৪০ AM
কালীগঞ্জে কিশোরীদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
উইমেন্স ভয়েস এন্ড লিডারশীপ- বাংলাদেশ প্রজেক্ট আন্ডার ভয়েস ফর উইমরন্স এন্ড গার্ল রাইটস প্রোগ্রাম আয়োজিত ২২ দিনব্যাপী কিশোরী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধণ করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
স্থানীয় তুষভান্ডার আর এম এমপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাডলা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সায়েদুল মোফাচ্ছালীন, উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোঃ সামসুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম। কালীগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের ০৯টি মাধ্যমিক বিদ্যালেয়র ১২০ জন কিশোরীকে ২২ দিনের ফুটবল প্রশিক্ষণ প্রদান করা হবে।
জেলা প্রশাসক বলেন, কিশোরীদের খেলাধুলায় মনোনিবেশ করাতে পারলে সমাজে বাল্যবিবাহসহ নেতিবাচক কাজ থেকে মেয়েরা মুক্ত হবে। এ ব্যপারে সবাইকে আরো আন্তরিক হতে হবে। এধরনের উদ্যোগ নেয়ায় ফিডার নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
এই বিভাগের আরও খবর