লালমনিরহাট বার্তা
জাতীয় ছাত্র সমাজের ওয়েব সাইট উদ্বোধন
বার্তা ডেস্কঃ | ২৭ মার্চ, ২০২৩, ১:৪৫ PM
জাতীয় ছাত্র সমাজের ওয়েব সাইট উদ্বোধন

আজ সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকার হোটেল ঢাকা শেরাটন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজ এর ওয়েব সাইট উদ্বোধন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। এ সময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহায়তায় ইফতার ও ডিনার এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর চিফ অব পার্টি ডানা এস ওল্ডস, ডেপুটি চিফ অব পার্টি লেজলী রিচার্ড, ইউএসএআইডির পলিটিক্যাল এডভাইজার লুবাইন চৌধুরী মাসুম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডিরেক্টর আব্দুল আলম, ডিরেক্টর লিপিকা বিশ্বাস, শাম্মী লইয়া ইসলাম। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার এমপি, জহির উদ্দিন জহির, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের এমপি, রওশন আরা মান্নান এমপি, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, এইচএম শাহরিয়ার আসিফ, জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোঃ গোলাম মোহাম্মদ রাজু, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, মোঃ হেলাল উদ্দিন, মাখন সরকার, আনোয়ার হোসেন তোতা, ক্রীড়া সম্পাদক আহাদ চৌধুরী শাহীন, জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সাবেক ছাত্র নেতা শামীম আহমেদ রিজভী, জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি মোঃ আল মামুন এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জাতীয় ছাত্র সমাজ এর নেতৃবৃন্দের মধ্যে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।(প্রেস বিজ্ঞপ্তি)

এই বিভাগের আরও খবর