লালমনিরহাট বার্তা
তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি ত্রাণ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টারঃ | ৩ আগ, ২০২২, ২:০৩ PM
তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি ত্রাণ সামগ্রী বিতরণ
তিস্তার পানি বুধবার সন্ধায় ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলা জানান। জেলার ৪ উপজেলার পানি বন্দী লোকজনের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। লোকজন নিজ নিজ ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। এখনো প্রায় ৫ হাজার মানুষ পানি বন্দী রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলায় বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ৮৬ মেট্রিক টন জিআর চাল ও ৩ হাজার ১শত প্যাকেট শুকনা খাবার বরাদ্ধ দেয়া হয়েছে। আজ থেকে বিতরণ কার্যক্রম শুরু হবে।
জেলা প্রশাসক আবু জাফর সদর উপজেলার বন্যা দর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ করছেন। এখন পর্যন্ত বন্যায় ক্ষয়ক্ষতির বিবরণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরপণের কাজ চলছে।
এই বিভাগের আরও খবর