লালমনিরহাট বার্তা
সাম্প্রদায়িক সহিংস হামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন
বার্তা ডেস্কঃ | ২৮ অক্টো, ২০২১, ১০:৩২ AM
সাম্প্রদায়িক সহিংস হামলার সুষ্ঠু বিচারের দাবিতে  মানববন্ধন
সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংস হামলার সুষ্ঠু বিচারের দাবিতে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগারিক কমিটি (সনাক), লালমনিরহাট এর উদ্যোগে আজ ২৮ অক্টোবর সকাল ১০টায় শহরের মিশন মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন যে, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ জীবন-জীবিকার ওপর প্রায় সপ্তাহব্যাপী চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঘটনা ঘটে যাওয়ার পর শতাধিক মামলায় কয়েক হাজার আসামি করা হলো; অথচ চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত অধিকাংশ স্থানেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এই ঘটনার পূর্ববর্তী সমস্ত সহিংসতাতেও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যায়। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায় এবং নিয়মিত বিরতিতে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতেই থাকে। বিগত এক দশকে তিন হাজারেরও অধিক সহিংস হামলায় ভিন্ন ধর্মলম্বীদের দেড় হাজারের বেশি বাড়িঘর, প্রতিমা, পূজামÐপ ও মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার একটিতেও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই। সাম্প্রদায়িক শক্তির প্রতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতার পাশপাশি বিচারহীনতার এই সংস্কৃতিই হামলাকারীদের আরও উস্কে দিচ্ছে এবং সাম্প্রদায়িকতার বীজ জিইয়ে রেখেছে। রাজনৈতিক দোষারোপের ঘেরাটোপে আটকে এসব ঘটনার বিচার না হওয়ায় নিয়মিত বিরতিতে এ ধরনের সহিংসতা ঘটছে, তাই এই ধারাবাহিক সহিংসতাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। সাম্প্রদায়িক সহিংসতা সমস্ত ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং দ্রæত বিচার ট্রাইব্যুনালে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সহিংস ঘটনার যেন বিস্তৃতি না ঘটে সেজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কর্তৃক তাৎক্ষণিক জোরালো পদক্ষেপ গ্রহণ, শাহাবুদ্দিন কমিশন কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন প্রকাশ এবং এতে উল্লেখিত সুপারিশের আলোকে ব্যবস্থা গ্রহণ, সাম্প্রদায়িক শক্তির প্রতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চিরতরে নির্মূল করতে হবে এবং প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার পরিপূর্ণ নিরপেক্ষতা ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে হবে, ধর্মীয় উগ্রবাদ ও সহিংসতা রোধে শিক্ষাক্রমে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় পাঠ্য হিসেবে অর্ন্তভূকরণ এবং ভবিষ্যতে যেন সাম্প্রদায়িক সহিংসতার মতো জঘন্য অপরাধ সংঘটিত না হয় সেজন্য রাষ্ট্রীয় উদ্যোগে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
সভায় আরও বক্তব্য রাখেন সনাক সভাপতি ডাঃ মোঃ কাসেম আলী, সহ-সভাপতি এসএম আবু হাসনাত রানা, সনাক সদস্য স্বপ্না জামান, সুপেন্দ্র নাথ দত্ত, আশিক ইকবাল মিলন, চিত্ত রঞ্জন রায় সহ টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম ও অন্যান্য সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)
এই বিভাগের আরও খবর