রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১১০ জন করোনা শনাক্ত হয়েছেন।একই সঙ্গে সুস্থ হয়েছেন ২২৫ জন। শনাক্তের হার ৯ দশমিক ৮০ শতাংশ।এ নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ৬০ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ৬৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৫ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৭৩৫ জন।গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় বিভাগের পঞ্চগড়ে দুইজন ও দিনাজপুর জেলার একজমের মৃত্যু হয়েছে।এ সময় ১ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষা করে দিনাজপুরে ২৭, রংপুরে ২৪, ঠাকুরগাঁওয়ে ১৭, পঞ্চগড়ে ১৭, লালমনিরহাটে ১০, গাইবান্ধা ৭, কুড়িগ্রামে ৫ ও নীলফামারী জেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।