লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস আলীর (৪৫) দাফন সম্পন্ন হয়েছে।রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানিপুর পশ্চিম বেজগ্রাম গ্রামে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এর আগে গত শনিবার রাতে লালমনিরহাট থেকে জাতীয় পার্টির প্রোগ্রাম শেষে হাতীবান্ধা ফেরার পথে সাপ্টিবাড়ি পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য যে, সাংবাদিক ইউনুস আলী সময়ের কণ্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদকর্মী হিসেবে কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজায় হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সেলিম বেঙ্গল, উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন,টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, সিন্দুর্ণা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ও লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। সে সময় স্মৃতিচারণে মরহুম ইউনুস আলীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।