লালমনিরহাট বার্তা
রংপুরে মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস প্রকল্পর অবহিতকরণ অঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
রংপুর অফিস | ৮ ডিসে, ২০২১, ১১:০৭ AM
রংপুরে মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস প্রকল্পর অবহিতকরণ অঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
রংপুরে মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস প্রকল্পর অবহিতকরণ অঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার, রংপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক-এর কার্যালয়ের সম্মেলন কক্ষে, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (সিডিআরসি)-এর উদ্যোগে "মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি)-২" প্রকল্পের অবহিতকরন কর্মশালার আয়োজন করা হয়। এমফোরসি-২ প্রকল্পটি বাংলাদেশে অবস্থিত সুইস দূতাবাস এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া এবং সুইসকন্ট্যাক্ট কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এমফোরসি-২ প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে চরাঞ্চলের কৃষি বাজার ব্যবস্থা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ধারিত চর সমূহের দরিদ্র পরিবারের আয় ও কর্মসংস্থানের সুযােগ সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা ও বিপদাপন্নতা হাস করা।
এই লক্ষ্যে এমফোরসি-২য় পর্যায় শীর্ষক প্রকল্পটি দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে জুলাই ২০২০ ইং থেকে জুন' ২০২৪ ইং পর্যন্ত ৬ টি জেলার (গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, জামালপুর ও শরিয়তপুর) নতুন এলাকার চরাঞ্চলের চরবাসীদের সার্বিক অর্থনৈতিক উন্নতি, বাজারের সঙ্গে যােগাযােগ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে উদ্ধার হওয়ার বিভিন্ন কৌশল রপ্ত করার কাজ করছে। উলে¬খ্য, প্রকল্পটির প্রথম পর্যায় মে ২০১৩ ইং হতে ডিসেম্বর ২০১৯ ইং তারিখে সমাপ্ত হয়েছে এবং এর মাধ্যমে ১,২৪,০০০ চর পরিবার উপকৃত হয়েছে। উপরোক্ত কর্মশালাটি এমফোরসি-২ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান ও প্রকল্প সংশি¬ষ্ট বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সক্রিয় সহযোগিতার মাধ্যমে চরাঞ্চলের কৃষি বাজার ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান, উপ-পরিচালক, কষি স¤প্রসারণ অধিদ রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সিরাজুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জনাব উঃ মোঃ ওবায়দুর রহমান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, মোঃ আনোয়রুল হক, উপ-পরিচালক, কৃষি বিপনণ অধিদপ্তর ইয়াসির আরাফাত, ম্যানেজার পার্টনারশীপ এন্ড প্রান্টস এবং প্রধান আলোচক হিসাবে এমফোরসি ২ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন ডঃ মোঃ আব্দুল মজিদ প্রামানিক , এমফোরসি-২ এর প্রকল্প পরিচালক ও যুগ্ম পরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এবং কর্মশালাটি সঞ্চালন করেন মোঃ মোজাহারুল হক। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা, কৃষি সম্পসারণ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমুহের কর্মকর্তাগণ, বাস্তবায়নকারী সংস্থা সুইসকন্ট্রাক্ট বাংলাদেশ কর্মকর্তা গণ, রংপুর-এর জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ , প্রকল্প সংশি¬ষ্ট বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কৃষি ও প্রাণিসম্পদ উপকরণ কোম্পানির প্রতিনিধিদবৃন্দ এবং চরাঞ্চলের কৃষক, বীজ ও ফসল বিক্রেতাগণ। বিভিন্ন সরকারী ও বেসরকারী সেবা ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে চরাঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জীবন ও জীবিকার মান উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়।
এই বিভাগের আরও খবর