লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে শিক্ষকদের ক্রীড়া উৎসব
স্টাফ রিপোর্টারঃ | ৯ অক্টো, ২০২১, ১:৩৮ PM
লালমনিরহাটে শিক্ষকদের ক্রীড়া উৎসব
মুজিব শতবষ উপলক্ষে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষকদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৮ অক্টোবর সকাল ১০টায় লালমনিরহাট সরকারী কলেজ মাঠে এ ক্রীড়া উৎসবে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান,অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম,লালমনিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ আলী,পিটিআই এর সুপারিনটেনডেন্ট হায়দার আলী। সকালে উদ্বোধনী খেলায় লালমনিরহাট সদর উপজেলা শিক্ষক ফুটবল দল ১-০ গোলে কালীগঞ্জ উপজেলা শিক্ষক দলকে হারায়। বিকেলে ফুটবল ফাইনাল খেলায় লালমনিরহাট সদর উপজেলা শিক্ষক দল টাইব্রেকারে ২ -১ গোলে হাতীবান্ধা উপজেলা শিক্ষক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।নিধারিত সময়ে খেলাটি গোলশুন্য ড্র থোকে। শিক্ষিকাদের ব্যাডমিন্টন ফাইনাল খেলায় আদিতমারী উপজেলার মমতাজ সুলতানা ও শিউলী জুটি ২-০ সেটে হাতীবান্ধা উপজেলার মনা-খাদিজা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।এসময় অন্যানের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফেরদৌসি বেগম বিউটি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন,জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোহসেনা বেগম মিনা,পিটিআইএর ইন্সট্রাক্টর আব্দুল মতিন, লালমনিরহাট সরকারী কলেজের শিক্ষক কামরুজ্জামানসহ জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কমকতা,কমচারী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।খেলায় জেলার ৫ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষকদের সমন্বয়ে প্রত্যেক উপজেলায় একটি করে দল নিয়ে গঠিত ৫টি ফুটবল দল ও শিক্ষিকাদের সমন্বয়ে ৫ উপজেলা থেকে আগত শিক্ষিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরও খবর