লালমনিরহাট বার্তা
রংপুর চিড়িয়াখানায় আবারো আনা হলো বাঘ-বাঘিনী
রংপুর অফিস | ১৯ সেপ, ২০২৩, ১২:০৫ PM
রংপুর চিড়িয়াখানায় আবারো আনা হলো বাঘ-বাঘিনী

রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় দুটি আবারো আনা হলো বাঘ বাঘিনী। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম থেকে বাঘ দুটি রংপুরে পৌঁছায়।প্রায় দুই বছর সময় ধরে বাঘের খাচা শূন্য ছিল রংপুর চিড়িয়া খানায়।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আমবার আলী তালুকদার বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুটি বাঘ এসে পৌঁছেছে। এদের বয়স আড়াই থেকে তিন বছর। বাঘ দুটির জাত রয়েল বেঙ্গল টাইগার। এখানে এদের নাম এখনো রাখা হয়নি।২০২২ সালের ৪ ফেব্রæয়ারী রাতে রংপুর চিড়িয়া খানার এক মাত্র বাঘিনী 'শাওন' বয়সের ভারে মারা যায়।২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়েছিল। শাওনের জন্ম হয়েছিল ২০০৩ সালের ৩০ জুন। মৃত্যুর বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস।

রংপুর চিড়িয়া খানার ইজারাদার হযরত আলী বলেন, দীর্ঘদিন বাঘ শূন্য ছিল চিড়িয়াখানা। দর্শনার্থীরা এসে বাঘের দেখা না পেয়ে ফিরে যেতেন। বাঘ-বাঘিনী আসায় দর্শনার্থী বাড়বে বলে আশা করয়েছে।

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনামলে নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে চিড়িয়াখানাটি গড়ে ওঠে। দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর