আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোবদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে মজিদুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে দক্ষিণ গোবদা গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র। এলাকাবাসি জানায় আজ ১১ নভেম্বর মজিদুল ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকালে ভোট কেন্দ্রে এসে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। তাকে দ্রæত উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।চিকিৎসক জানান, সে হার্ট এ্যাটাকে মারা গেছে। রির্টানিং কর্মকর্তা ও উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।