লালমনিরহাট বার্তা
দীর্ঘ ৮ বছর পর জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্যদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার | ২৪ মে, ২০২৩, ৭:৩৫ AM
দীর্ঘ ৮ বছর পর জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্যদের সাথে মতবিনিময়

গত ২২ মে জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘ আট বছর পর জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্যদের সাথে পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একাডেমির আজীবন সদস্য ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ সূফী মোঃ তাহেরুল ইসলাম- এর আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক এই সভার আহবান করেন। ২০১৫ সালে লালমনিরহাট সাংস্কৃতিক অঙ্গনের ২৪ জন সংস্কৃতিমান ব্যক্তি জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য হয়েছিলেন। কিন্তু গত ৮ বছরে আজীবন সদস্যদের সাথে জেলা শিল্পকলা একাডেমি সভাপতি ও জেলা কালচারাল অফিসারের সাথে আজীবন সদস্যদের সাথে কোনোরকম যোগাযোগ এবং নিজেদের মধ্যে আনুষ্ঠানিক পরিচিতি ঘটেনি। এমনকি জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন কার্যক্রম বিষয়ে অধিকাংশ আজীবন সদস্যদেরকে অভিহিত করা হয়নি এবং সভাও হয়নি।

এই সভা আহবান করায় শিল্পকলা একাডেমির আজীবন সদস্যরা সংস্কৃতিবান্ধব জেলা প্রশাসক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ তিনি বিষয়টিকে তাৎক্ষণিক গুরুত্ব দিয়েছেন।

জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ আফরোজা খাতুন-এর সভাপতিত্বে আজীবন সদস্যদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আজীবন সদস্য এ্যাড. চিত্তরঞ্জন রায়, ফেরদৌসী বেগম বিউটি, শামীম আহমেদ, সূফী মোহাম্মদ, জহুরুল হক টিটু, আখতারুজ্জামান, বেলাল হোসেন, জেমস আশীষ দাস, বাদশা আলম, জিকরুল ইসলাম ফারুকী, এ্যাড. মাছুমা ইয়াসমিন, বেণু বেগম বিজলী প্রমূখ। তাছাড়াও বক্তব্য রাখেন সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, নাট্যকার মাখন লাল দাস। এসময় আজীবন সদস্য নাছিমা সুলতানা রুনা, মেহেরুন নাহার মেরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক কমিটি অনুমোদনের পর পরই জেলা শিল্পকলা একাডেমি, লালমনিরহাট-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন । জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব ভবন নির্মাণকল্পে ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ জমি খুঁজে বের করার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সাংস্কৃতিক সংগঠক ও আজীবন সদস্য সৈয়দ সূফী মোঃ তাহেরুল ইসলাম উক্ত সভায় ১১ দফা দাবী উত্থাপন করেন।

এই বিভাগের আরও খবর