লালমনিরহাট বার্তা
ব্যবসায়ী মাজেদুর হত্যা মামলার প্রধান আসামি আটক
রংপুর অফিসঃ | ২৫ জুন, ২০২২, ৪:৩৯ AM
ব্যবসায়ী মাজেদুর হত্যা মামলার প্রধান আসামি আটক
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে মাজেদুর রহমানকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ মাজেদুরকে (৩৫)কে র‌্যাব ১৩ বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গত ২৩ জুন দিবাগত রাতে অভিযান চালিয়ে বগুড়ার জহুরুল নগর আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। মাজেদুর দিনাজপুরের পার্বতীপুর এলাকার ফয়জুল হকের ছেলে।
শুক্রবার (২৪ জুন) বেলা ১১টায় রংপুর নগরীর আলমনগর এলাকায় র‌্যাব-১৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মইনুল ইসলাম।তিনি জানান, চিরিরবন্দর উপজেলার আমবাড়ি গ্রামের ব্যবসায়ী মাজেদুর গত ১৩ জুন দুপুরে বাসা থেকে হওয়ার পর নিখোঁজ ছিলেন। পরদিন রাত দেড়টার দিকে তার বন্ধু ও স্বজনরা খবর পান, মাজেদুর আহত অবস্থায় দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালের মর্গে গিয়ে দেখেন মাজেদুল মৃত অবস্থায় পড়ে আছেন।এ ঘটনায় মাজেদুরের বাবা আজিমুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গ্রেপ্তার কৃত মাজেদুর হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজেদুর জানায়, ১৪ জুন পার্বতীপুর থানার আমবাড়ি বাজার থেকে কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী মাজেদুর। রাত সাড়ে ১২টার দিকে আমতলী বাজারের পাকা রাস্তায় উঠলে সহযোগীদের সহায়তায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
র‌্যাব জানায়, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।হত্যাকান্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এই বিভাগের আরও খবর