লালমনিরহাট বার্তা
এবারেই প্রথম জাতীয় পর্যায়ে কর্মসুচী ঈদে- ই মিলাদুন্নবী উদযাপিত হয়
স্টাফ রিপোর্টারঃ | ২৪ অক্টো, ২০২১, ৪:২২ AM
এবারেই প্রথম জাতীয় পর্যায়ে কর্মসুচী  ঈদে- ই মিলাদুন্নবী উদযাপিত হয়
স্বাধীনতার ৫০ বছরের মধ্যে এ বছরেই প্রথম সরকারী উদ্যোগে জাতীয় পর্যায়ে কর্মসুচী প্রনয়নের মধ্য দিয়ে সারা দেশে ঈদ- ই মিলাদুন্নবী (সা:) উদযাপিত হয়। কর্মসুচীর মধ্যে ছিল রাষট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক বানী প্রদান, সরকারী, আধা- সরকারী ভবন, স্বায়ত্ব শাসিত ও প্রতিষ্ঠান। বেসরকারী ভবন ও সশন্ত্র বাহিনীর সকল স্থাপনা সমুহে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা ও কলেমা তায়্যিবা লিখিত ব্যানার প্রদর্শন, রাত্রিতে সরকারী ভবন সমুহে ও সামরিক গুরুত্বপূর্ন স্থাপনা সমুহে আলোক সজ্জাকরণ। বায়তুল মোকারম জাতীয় মসজিদে ১৫ দিনের জন্য আলোকসজ্জাকরণ। ঈদ- ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা, টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান মালা প্রচার। সংবাদপত্র সমুহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। শিশুদের জন্য অনুষ্ঠান, দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারী শিশু পরিবার, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন। বিদেশে অবস্থিত বাংলাদেশের দৃতাবাস ও মিশন সমুহে যথাযথ ভাবে ঈদ- ই মিলাদুন্নবী (সা:) উদযাপনে মিলাদ ও দোয়া মাহফিল।
জুম আলোচনার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। সভাপতিত্ব ও অনুষ্ঠান সঞ্চালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুল ইসলাম। ঈদ- ই মিলাদুন্নবী (সা:) বিষয়ে প্রবন্ধ পাঠ করেন ইসলামী ফাউন্ডেশন এর উপ- পরিচালক রাজিউর রহমান ,সহকারী কমিশনার শাম্মী আকতার পাওয়ার পয়েন্টের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। অনলাইন জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গেরিলা লিডার ড.শফিকুল ইসলাম কানু, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী , সাংবাদিক ডিফেন্স। বক্তাগন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের পুজামন্ডব ও মন্দিরে আক্রমন, ঘরবাড়ীতে অগ্নি সংযোগ এর তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবী জানান।
এই বিভাগের আরও খবর