১৬ জুলাই সকালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের রাজনৈতিক ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে, সংগঠনকে চাঙ্গা ও বেগবান করতে জেলা কার্যালয়ে নিজস্ব সভাকক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ (এমপি), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক, অ্যাড. আশরাফ হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।