কালীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ | ২৩ জুল, ২০২২, ৪:৪৫ AM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের উপজেলা পযাযের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পাতিবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে তুষভান্ডার রমণী মোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভাচ্যুয়ালী বক্তব্য রাখেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।কালীগঞ্জ উপজেলা নিবাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইশরাত জাহান ছনি,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা, স্থানীয় প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম,গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার। এসময় অন্যানের মধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দা বেগম,সাধারন সম্পাদক আবু সাঈদ, গোলাম ফারুক সরকার, জগদ্বীশ রায়,জাহাঙ্গীর হোসেন,এলাহান কবীরসহ প্রাথমিক বিদ্যালযের শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলায় কাকিনা ইউনিয়নের গোপালরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-০ গোলে চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়।নিধারিত সময়ে খেলাটি গোলশুন্য ড্র হয়।গোপালরায় বিদ্যালয়ের জান্নাতি শ্রেষ্ঠ খেলোয়াড় ও চাপারহাট বিদ্যালয়ের সোনালী সব্বোচ গোলদাতা নিবাচিত হন।বঙ্গবন্ধু ফুটবলে মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ভোটমারী ইউনিয়নের খামার জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়। মৌজা শাখাতি বিদ্যালয়ের আব্দুল্লাহ আল রেজভী শ্রেষ্ঠ খেলোয়াড় ও একই বিদ্যালয়ের মেহেদী হাসান মুন্না সব্বোচ গোলদাতা নিবাচিত হন।,