জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে যক্ষ্মা রোগ প্রতিরোধে নারী নেত্রীর ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় যক্ষ্মা রোগ, প্রতিকার ও বিনামূল্যে চিকিৎসা সেবা বিষয়ে আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম সরকার। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি গেরিলা লিডার এসএম শফিকুল ইসলাম।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনা রেগম মিনা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, সদর উপজেলা মহিলা দলের আহবায়ক আর্জিনা পারভীন রেখা, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক মরিয়াম আক্তার ফেন্সী প্রমুখ।
কর্মশালা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সামাজিক সংগঠনের ৩০ জন মহিলা নেত্রী অংশগ্রহণ করেন।