লালমনিরহাট বার্তা
ফেনীতে কাভার্ডভ্যানে আগুন
বার্তা অনলাইন ডেস্ক | ১৯ নভে, ২০২৩, ৫:৪৬ AM
ফেনীতে কাভার্ডভ্যানে আগুন

ফেনীতে একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর আসেনি।শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত দেড়টার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের এতটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ডভ্যানটির সামনের অংশ এবং পেছনে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়। কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। এটি ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন।’

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘খবর শুনে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর