লালমনিরহাট বার্তা
জেলায় ১ সপ্তাহে করোনা সনাক্তের হার ৩৮’১৫% স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না
স্টাফ রিপোর্টারঃ | ৩১ জানু, ২০২২, ২:১২ PM
জেলায় ১ সপ্তাহে করোনা সনাক্তের হার ৩৮’১৫% স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না
জেলায় গত ২৪ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত ৩ শত ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।করোনা পজেটিভ কেস ১৪০ জন। শনাক্তের হার ৩৮.১৫%।
জেলার অধিকাংশ মানুষ স্বাস্থ্য বিধি মানছেন না। সরকার ঘোষিত ১১ দফা নির্দেশনা কাগজ কলমেই রয়ে গেছে। বিশেষজ্ঞরা স্বাস্থ্য বিধি অনুসরনে মাক্স পরা, সাবান দিয়ে হাত ধোয়া, টিকা গ্রহন, সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন। জেলার অফিস-আদালত হাট-বাজার, যানবাহনে চলাচল, হোটেল -রেষ্ঠুরেন্টে, মসজিদ- মন্দির- গীর্জা , সহ বিভিন্ন অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। জেলা ও উপজেলা প্রশাসন কিংবা আইন শৃংখলা বাহিনীর পক্ষে স্বাস্থ্য বিধি মানতে জনসাধারনকে বাধ্য করা সম্ভব নয়। স্বাস্থ্য সচেতনা সৃষ্টিতে প্রশাসনের পক্ষ থেকে জেলা তথ্য অফিসের মাধ্যমে ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মাইকিং চলছে। কিন্তু মানুষ জন তা কর্নপাত করছেন না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য বিধি অনুসরন করা না হলে করোনা বৃদ্ধি পাবে। এমন কি প্রানহানীও ঘটতে পারে ।
এই বিভাগের আরও খবর