আদিতমারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ | ১৩ মে, ২০২২, ১০:১৪ AM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় ভাদাই ইউনিয়ন একাদশ ৮-১ গোলে সারপুকুর ইউনিয়ন একাদশকে হারিয়েছে। আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ খেলায় ৮টি ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহণ করছেন।। বৃহস্পতিবার (১২ মে) বিকালে সরকারী আদিতমারী জি,এস মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি,আর সারোয়ারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ আলম সুমন। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আজিম মিয়া, জেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক,সরকারী আদিতমারী জি,এস মডেল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা, সারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবির, ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিদুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার, সাধারন সম্পাদক মাইদুল ইসলাম বাবু,প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।