লালমনিরহাট বার্তা
আজ ভাষা সৈনিক প্রফেসর শাহ আব্দুল হাই এর পঞ্চম মৃত্যু বার্ষিকী
বার্তা ডেস্কঃ | ৩ অক্টো, ২০২২, ৩:৫১ AM
আজ ভাষা সৈনিক প্রফেসর শাহ আব্দুল হাই এর  পঞ্চম মৃত্যু বার্ষিকী

আজ ৩ অক্টোবর বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষা সৈনিক কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর শাহ আব্দুল হাই- এর পঞ্চম মৃত্যু বাষির্কী।তিনি ১৯৩৮ সালের ১৪ সেপ্টেম্বর দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার শাহপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৪ খ্রি. ম্যাট্রিক এবং রাজশাহী সরকারি কলেজ থেকে ১৯৫৬ খ্রি. উচ্চ মাধ্যমিক পাশ করে,ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৬০ খিষ্ট্রব্দে স্নাতকত্তোর ডিগ্রী অর্জন করেন। ১২ আগষ্ট ১৯৬১ খ্রিষ্ট্রাব্দেনীলফামারী কলেজে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে ২০ জুলাই ১৯৬৫ খ্রিষ্ট্রব্দে কারমাইকেল কলেজে যোগদান করেন। প্রায় ত্রিশ বৎসর কারমাইকেল কলেজে শিক্ষকতা শেষে সফলতার আলোকবর্তিকা জ¦ালিয়ে চাকুরী থেকে অবসরে যান ১৪ সেপ্টেম্বর ১৯৯৫ খ্রিষ্ট্রব্দে।অতুলনীয় মেধা ও নিষ্ঠার সাথে শিক্ষকতা ও শিল্প-সাহিত্য সাধনায় তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন।লিখেছেন অনেক কবিতা,গান ও স্মৃতিকথামূলক লেখা। বাংলাদেশ বেতারের গীতিকার ও শিল্পী হিসেবে যথেষ্ঠ সুখ্যাতি অর্জন করেছেন।ছাত্র জীবনে অংশ নিয়েছেন’৫২-এর মহান ভাষা আন্দোলনে।

প্রফেসর শাহ আব্দুল হাই শিক্ষার আলোয় ও কর্মের দীপ্তিতে ছিলেন একজন আদর্শ শিক্ষক। তাঁর সে দ্বীপ্তি ধারণ করে অসংখ্য হৃদয় আলোক ঝর্ণায় আলোকিত হয়েছে। বরেণ্য এই ব্যক্তি পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে যান ০৩ অক্টোবর ২০১৭ খ্রিষ্ট্রব্দে। তাঁর মৃত্যু বার্ষিকীতে রংপুর কটকীপাড়াস্থ ইয়াছিন-মুনওয়ারা জামে মসজিদ ও গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ভাই শাহ আব্দুল হাফিজ এবং কনিষ্ঠ পুত্র ড. শাহ এহসান হাবীব, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ,ঢাকা বিশ^বিদ্যালয় ও তাঁর কনিষ্ঠ কন্যা ড. হাবিবা সুলতানা, সহযোগী অধ্যাপক, নৃ-বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ^বিদ্যালয় সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই বিভাগের আরও খবর