লালমনিরহাট বার্তা
নিবন্ধন না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের জরিমানা আদায়
রংপুর অফিসঃ | ৩১ মে, ২০২২, ১:৪৫ PM
নিবন্ধন না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের জরিমানা আদায়
রংপুরে চিকিৎসা সেবার মূল্যতালিকা ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় তিনটি প্রতিষ্ঠানের ৪০হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।
আজ ৩১ মে মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও ভোক্তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হচ্ছে গ্যালাক্সী ডায়াগনষ্টিক সেন্টারের ৫হাজার টাকা, দি ল্যাবরেটরী ডায়াগনষ্টিক সেন্টারে ১০ হাজার টাকা এবং নিউ আদর্শ জেনারেল হসপিটালের ২৫ হাজার টাকা। অভিযানে রংপুর জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ রুহুল আমিন, রংপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেট্রোপলিটন কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ মিয়াসহ মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারাদেশে অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রাশ অভিযান নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ করে অভিযানের প্রধান নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, চিকিৎসাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছেন। রংপুরে অনিবন্ধনকৃত ক্লিনিক এবং ডায়াগনষ্টিক সেন্টারের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে এই অভিযান করা হবে।
এই বিভাগের আরও খবর