লালমনিরহাট বার্তা
নওগা সম্মেলন-আলরুহী
বার্তা ডেস্ক | ২৪ মে, ২০২৩, ৫:০২ AM
নওগা সম্মেলন-আলরুহী

১৯৩৪ সালে মওলানা ভাসানী রাজশাহীর নওগাঁতে এক কৃষক সম্মেলনের আয়োজন করেন। মূলতঃ বন্যার্তদের সাহায্যের জন্যই এই সম্মেলনের আয়োজন করেন তিনি। সম্মেলন শেষ হলে তাকে এক সরকারি আদেশে বাংলা ত্যাগের নির্দেশ দেয়া হয়। মওলানা আবার চলে যান তার চির পরিচিত আসামে। আসামে আবার শুরু করেন মওলানা ভাসানী দীর্ঘ রাজনীতি ও সামাজিক জীবন। রাজনীতির কারণেই তিনি মাঝে মাঝে প্রিয় জন্মভূমি বাংলাদেশে এসেছেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠা ও ব্রিটিশ শাসনের অবসানকালে মওলানা ভাসানী ছিলেন ভারতের কারাগারে বন্দী। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলে তাকে মুক্তি দেয়া হয়। মুক্তি পেয়েই মওলানা ভাসানী তার প্রিয় জন্মভূমি পূর্ব বাংলা অর্থাৎ আজকের বাংলাদেশে ফিরে আসেন। শুরু হয় মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের আরেক অধ্যায় পাকিস্তানি আমল।(সূত্রঃ অনন্য মওলানা ভাসানী জীবন ও সংগ্রাম)

এই বিভাগের আরও খবর