লালমনিরহাট বার্তা
রংপুর সিটি বাজার ব্যাবসায়ীদের ৬দফা দাবীতে হরতালে অচল
রংপুর অফিসঃ | ১৮ জানু, ২০২২, ১০:৩১ AM
রংপুর সিটি বাজার ব্যাবসায়ীদের ৬দফা দাবীতে হরতালে অচল
রংপুর নগরীর সিটি বাজারে ৬ দফা দাবী আদায়ের লক্ষে ব্যাবসায়ারা দিন ব্যাপী হরতালের ডাক দিয়েছে। ৬ দফা দাবীর মধ্যে রয়েছে-আধুনিক মানের পুরুষ ও মহিলা টয়লেট নির্মাণ, মোটরসাইকেল-গাড়ি পার্কিং ব্যবস্থা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে গেট নির্মাণ, বাজারে ক্রেতা সাধারণের চলাচলের জন্য রাস্তা প্রশস্ত ও সংস্কার এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতি। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন ব্যাবসায়ীরা।
রংপুর নগরীর অন্যতম বৃহৎ বাজার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারন নিত্য সামগ্রী ক্রেতারা।আজ সকালে সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা জামানের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, প্রতি বছর সিটি বাজার থেকে দুই থেকে আড়াই কোটি টাকা রাজস্ব আদায় করা হয়। অথচ গত ৩৫ বছরে অবহেলিত রংপুর সিটি বাজারে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ বিষয়ে মেয়রের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হলেও আশানুরূপ কোনো সাড়া পাওয়া যায়নি।বারবার আশ্বাস দিয়ে দীর্ঘদিন পেরিয়ে গেলেও জন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখেননি । ব্যাবসায়ীদেও দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা।সভায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আলী হোসেন (ছোট বাবু), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যান্য ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
এই বিভাগের আরও খবর