লালমনিরহাট বার্তা
আদিতমারীতে প্রধান শিক্ষককে নাক ফাটানোর মামলায় একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ | ১৬ নভে, ২০২১, ১২:১৩ PM
আদিতমারীতে প্রধান শিক্ষককে নাক ফাটানোর মামলায় একজন গ্রেফতার
লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে ঘুসি মেরে নাক ফাটানোর মামলায় একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারী নজরুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী মদনপুর এলাকা থেকে মামলার ২ নং আসামী নজরুলকে আদিতমারী থানা পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতার নজরুল ইসলাম নামুড়ী মদনপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছেন বলে ওসি মোক্তারুল ইসলাম নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৫ নভেম্বর) দুপুরে নামুড়ী স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে প্রধান শিক্ষক নজরুল ইসলামকে একই বিদ্যালয়ের কৃষি বিষয়ের সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় ঘুসি মেরে নাক ফাটিয়ে দেন। এ ঘটনার পর পরই প্রধান শিক্ষক বাদী হয়ে দুজনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার মূল হোতা সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় পলাতক রয়েছেন।
মামলা সুত্রে জানাগেছে, নামুড়ী স্কুল এন্ড কলেজের কৃষি বিষয়ের সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় তার অনুপস্থিত হাজিরা খাতায় উপস্থিত লিখে স্বাক্ষর করেন। বিষয়টি প্রধান শিক্ষক জানতে চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এর এক পর্যায়ে দুজনের বাক বিতণ্ডায় সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের নাকে ঘুসি মারেন। আর এ কাজে সহযোগিতা করেন একই বিদ্যালয়েরব পিয়ন নজরুল ইসলাম।

এদিকে মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বিদ্যালয়টি পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘুসি মেরে নাক ফাটানোর মূল হোতাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এই বিভাগের আরও খবর