লালমনিরহাট বার্তা
কালীগঞ্জে জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ | ২৯ মে, ২০২২, ১:৫৯ PM
কালীগঞ্জে জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব কর্তৃক জাল দলিল দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে জমি জবর দখলের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিতহয়েছে। আজ ২৯ মে দুপুরেও এক ভুক্তভোগী পরিবারের উদ্যোগে চামটা থেকে দইখাওয়াগামী বাইপাস সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিতহয়। এ মানববন্ধনে ভুক্তভোগী ওই পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আবুল হোসেন,মোহাইমানুল হোসেন মানিক, মনোয়ারা বেগম, মশিউররহমান, মাসুমা আক্তার ও শামসুদ্দোহা প্রমুখ। বক্তাগণ বলেন জেলার কালীগঞ্জ উপজেলার মৌজা শাখাতী এ এম রথবাড়ী ডাঙ্গা নি¤œমাধ্যমিক বালিকা বিদ্যালয় পক্ষে মহাপরিচালক, মাধ্যমিকি শক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ বরাবর মৃতমকবুল হোসেনের পুত্র মোহাইমানুল হোসেন মানিক চাকুরী করার লক্ষে জমি রেজিষ্ট্রি দেন। যাহার দলিল নং-৪১৮১, ৪১৮২, ৪২৮৩। জমি রেজিষ্ট্রি করার পর বিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করার প্রাক্কালে জানতে পারেন যে, কোন বেসরকারি নি¤œমাধ্যমিক বিদ্যালয় স্থাপন করতে হলে জমি উক্ত প্রস্তাবিত প্রতিষ্ঠানে সম্পাদক বরাবর রেজিষ্ট্রি করতে হয় এবং পাশ^বর্তী বিদ্যালয়ের দুরত্ব কমপক্ষে দুই কিঃমিঃ হতে হয় কিন্তু আমাদের প্রস্তাবিত বিদ্যালয়ের দুরত্ব আধা কিঃমিঃ ও বিদ্যালয়ের রেজিষ্ট্রি যথাযথ নিয়মে না হওয়ায় বিদ্যালয়ের কার্যক্রম স্থগিত করি। কিন্তু সুচতুর জাহাঙ্গীর আলম বিপ্লব বর্তমানে মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তিনি ওই বিদ্যালয়ের নাম ব্যবহার কওে জমিজাল দলিল কওে প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জবর দখল করছেন। বর্তমানে উক্ত বিদ্যালয়ে কোন শিক্ষার্থী নেই। তার বাবার নামে প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়ের শিক্ষার্থী দিয়ে দায় সারা ভাবে চলছে ওই প্রতিষ্ঠানটি। আমরা উক্ত জবর দখলকৃত জমি উদ্ধাওে কার্যকরী পদক্ষেপ নেয়ারজন্য প্রশাসনের সুনজর দাবী করছি। মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব এসব অভিযোগ অস্বীকার কওে বলেন, নিয়ম মেনে উক্ত স্কুল পরিচালনা করে আসছি।
এই বিভাগের আরও খবর