লালমনিরহাট বার্তা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে সংস্কৃতি ও উন্নয়ন শীর্ষক সেমিনার
রংপুর অফিস | ৪ সেপ, ২০২৩, ১১:৪২ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে সংস্কৃতি ও উন্নয়ন শীর্ষক সেমিনার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের আয়োজনে সংস্কৃতি ও উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে ভার্চুয়াল সেমিনার কক্ষে বাংলা বিভাগের মাসিক সেমিনারের অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজিত সেমিনারে বক্তা ছিলেন,ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ। সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষক খাইরুল ইসলাম। সেমিনারে বাংলা বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন,উন্নয়নের সাথে সংস্কৃতির কথাও মনে রাখতে হবে। পরাধীন মনোভাব থেকে বের হয়ে আসতে না পারলে মানুষ মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবে না। কলোনিয়াল মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

এই বিভাগের আরও খবর