লালমনিরহাট বার্তা
হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদ এখন সদর হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন
হীরেন্দ্র নাথ বর্মন: | ১৩ নভে, ২০২১, ২:০৮ PM
হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদ এখন সদর হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন
লালমনিরহাট সদর হাসপাতালের হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদ এখন নিয়মিত রোগী দেখছেন। হাসপাতালটিতে এ্যালোপ্যাথিক চিকিৎসা সেবার পাশাপাশি এখন হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে হাসপাতালের তত্তাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ আব্দুল বাসেত জানান, এ্যালোপ্যাথিক চিকিৎসা সেবার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এই প্রথম। তবে এখন পর্যন্ত প্রেসক্রিপশন দেয়া হলেও ঔষধ দেয়ার কোন ব্যবস্থা নেই। আপাততঃ হাসপাতালের প্রেসক্রিপশন নিয়ে রোগীকে বাজার থেকে ঔষধ কিনে সেবন করতে হচ্ছে।
হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদ এর সাথে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে হোমিওপ্যাথিক চিকিৎসা বিদ্যায় বি.এইচ. এম.এস. ডিগ্রি অর্জনের পর তিনি বরিশাল এ্যাপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্রভাষক পদে ৬ বছর শিক্ষকতা করেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পোস্টিং দেয়ায় গত ২৩ সেপ্টেম্বর, ২০২১ তারিখে তিনি মেডিকেল অফিসার পদে যোগদান করেন। হাসপাতালের দ্বিতীয় তলার ৫৬ নং রুমে তিনি নিয়মিত রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন।
এই বিভাগের আরও খবর